Balochistan’s Exiled Royal Urges Global Support for Independence Movement Led by Youth

Balochistan’s Exiled Royal Urges Global Support for Independence Movement Led by Youth

By S.M. Amanur Rahman
On Bangladesh’s Victory Day, in a quiet corner of Dhaka’s Sonargaon Hotel, HH Amir Ahmed Suleman Dawood—the Khan of Kalat and the symbolic, crownless monarch of Balochistan—spoke with solemn conviction. “The independence movement in Balochistan has begun anew,” he declared. “What Pakistan did to Bangladesh in 1971, it has been doing to Balochistan for over 70 years.”
In an exclusive interview with The Daily Ittefaq, the exiled leader, now residing in London, traced the roots of Balochistan’s struggle for sovereignty. He recalled how, in 1970, Sheikh Mujibur Rahman’s Awami League won a majority in Pakistan’s national elections. “In 1971, Mujib advised Baloch leaders to begin their own independence movement,” Dawood said. “But internal divisions prevented it. Still, the fight never stopped.”
🗺️ A Promised State Betrayed
According to Dawood, Balochistan was meant to be a sovereign state—recognized by the British government at the time of decolonization. “We gained independence on 8 August 1947,” he said. “But in 1948, after failing to seize Kashmir, Pakistani forces turned their guns on Balochistan. They coerced my grandfather, the then Khan, into signing away our sovereignty under duress.”
Since then, Dawood claims, Balochistan has endured relentless military oppression. “Pakistan swore on the Quran to grant us autonomy,” he said. “But each time our revolutionaries surrendered, they were either executed or imprisoned for life.”
📉 Democracy in Name Only
Dawood dismissed Pakistan’s electoral process in Balochistan as a façade. “The military ensures its preferred candidates win,” he said. “Turnout is often below 5%. We even have records of a Chief Minister winning with just 500 votes.”
📱 A New Generation, A New Resistance
The movement has gained fresh momentum since 2006, led by a tech-savvy generation. Monir Mesul, a Baloch activist working with a France-based NGO, emphasized the power of smartphones in exposing abuses. “You can’t hide genocide or disappearances anymore,” he said. “Human rights violations in Balochistan are undeniable.”
🔫 Uniformed and Ununiformed Forces
Dawood described Pakistan’s dual military apparatus: “There are soldiers in uniform, and those without. When the army cannot kill directly, it sends these proxies—known globally by names like Lashkar-e-Omar or Tehrik-e-Pakistan. But their mission is always the same: exploitation.”
🤝 A Plea to Bangladesh and the World
Grateful for Bangladesh’s hospitality, Dawood praised the government for allowing him to host a seminar on Balochistan’s plight. “Without their support, this wouldn’t have been possible,” he said. “I urge Bangladesh to raise its voice against the genocide in Pakistan—morally, politically, diplomatically, or with the pen.”
He ended with a poignant reminder: “In 1970, we stood with you. We supported your national leader, Sheikh Mujibur Rahman. Now it’s your turn to stand with us.”

In Bangla The news published in Daily Ittefaq. Date: 19 December 2016 (Projonmo Page)

এইচ এইচ আমির আহমেদ সুলেমান দাউদ
‘নতুন প্রজন্মের হাত ধরে এগিয়ে চলছে বেলুচিস্তানের স্বাধীনতার আন্দোলন’

  • এসএম আমানুর রহমান, অনলাইন ডেস্ক

‘স্বাধীনতার আন্দোলন শুরু করেছে বেলুচিস্তান’- পাকিস্তানের এই অঞ্চলের ‘মুকুটহীন রাজা’ বলে খ্যাত ‘দ্য খান অব খালত’ এইচ এইচ আমির আহমেদ সুলেমান দাউদ এ কথা বলেন। বিজয় দিবসের দিন হোটেল সোনারগাঁওয়ে ইত্তেফাককে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি আরও বলেন,’বাংলাদেশের সঙ্গে ১৯৭১ সালে পাকিস্তানের সৈন্যরা যা করেছে, তা গত ৭০ বছর ধরে
বেলুচিস্তানের সঙ্গে হচ্ছে। কিন্তু তরুণদের হাত ধরে এবার আরও দৃঢ়ভাবে শুরু হয়েছে স্বাধীনতার আন্দোলন। ১৯৭০ সালের নির্বাচনে তৎকালীন পূর্ব পাকিস্তানে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অধিক আসন লাভ করেছিল আওয়ামী লীগ। ১৯৭১ সালে বেলুচিস্তানকেও স্বাধীনতা আন্দোলন শুরুর পরামর্শ দেন শেখ মুজিবুর রহমান। কিন্তু তখন ওই অঞ্চলের নেতারা দ্বিধা বিভক্ত থাকায় এই আন্দোলন হয়নি। কিন্তু ১৯৭১ সালের পরও স্বাধীনতার আন্দোলন চলেছে বেলুচিস্তানে।

বেলুচিস্তানের বর্তমান এই রাজা পাকিস্তান থেকে পালিয়ে লন্ডনে বসবাস করছেন। তিনি জানান, পাকিস্তান বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার অঙ্গীকার করেছিল ব্রিটিশ সরকারের কাছে। কিন্তু পরবর্তীতে বন্দুকের নলের সামনে বেলুচিস্তানের তৎকালীন রাজা, আমার দাদার কাছ থেকে কাগজে স্বাক্ষর নেয় এবং এরপর থেকে এখন পর্যন্ত সেখানে অত্যাচার চালাচ্ছে পাকিস্তানের সৈন্যরা। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন অবসানের সময় কাশ্মিরের মতোই একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল বেলুচিস্তানের। ব্রিটিশ সরকারের কাছ থেকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবেই জন্ম নিয়েছিল বেলুচিস্তান। ১৯৪৭ সালে ৮ আগস্ট তারা স্বাধীন হয়। কিন্তু ১৯৪৮ সালে পাকিস্তানের সৈন্যরা কাশ্মিরে আক্রমণ চালিয়ে ব্যর্থ হওয়ার পর সেই সৈন্যরা আক্রমণ চালায় বেলুচিস্তানে এবং এই অঞ্চলকে নিজেদের প্রদেশ হিসেবে ঘোষণা করে।

পাকিস্তানের বিরুদ্ধে ১৯৪৮ সালে প্রথম আন্দোলন শুরু করে বেলুচিস্তান। পরবর্তীতে ১৯৫৮ সালে, ১৯৬৩ সালে এবং ১৯৭১ সালে আবারও তীব্র আন্দোলন চালানো হয়। কিন্তু প্রতিবার পাকিস্তান
সরকার ওয়াদা করে, বেলুচিস্তানকে সার্বভৌমত্ব দেওয়া হবে। তারা কোরআন শরিফ ছুঁয়ে এই শপথ করে। কিন্তু যখন বেলুচিস্তানের বিপ্লবীরা আত্মসমর্পণ করে, তখন তাদের বন্দি করে ফাঁসিতে ঝোলানো হয়, না হলে আজীবন কারাদণ্ড দেওয়া হয় বলে জানান আমির আহমেদ সুলেমান। এ সময় বেশ দুঃখ করে তিনি জানান, ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। গত ৭০ বছর যাবত এই কাজ চলছে বেলুচিস্তানে। বেলুচিস্তানের এই রাজা বলেন, ‘পাকিস্তানে দুই ধরনের সৈন্য আছে। এক ইউনিফর্ম পরা সৈন্য এবং আরেকটি ইউনিফর্ম ছাড়া সৈন্য। পাকিস্তানি সৈন্য সরাসরি হত্যা করতে না পারলে এই ইউনিফর্ম ছাড়া সৈন্যদের প্রেরণ করে । পৃথিবী তাদের বিভিন্ন নামে চেনে। কখনো তারা লস্কর-ই- ওমর, কখনো তাহরিকে পাকিস্তান। কিন্তু বেলুচিস্তানে তাদের সবার কাজ একটি আর তা হলো— শোষণ।

বেলুচিস্তানের নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘পাকিস্তান সেনাবাহিনী সর্বদা পছন্দের প্রার্থীকে এখানে বিজয়ী করে। ভোট নিশ্চিতভাবেই হয় এখানে। কিন্তু ভোট কেন্দ্রে মাত্র ৫ শতাংশ ভোটার উপস্থিত থাকে। আমাদের বেলুচিস্তানের চিফ মিনিস্টার মাত্র ৫০০ ভোট পেয়ে পাস করারও নথি আছে। সুতরাং বুঝতেই পারছেন।

২০০৬ সাল থেকে আবারও বেলুচিস্তানের নতুন করে শুরু হয়েছে স্বাধীনতা আন্দোলন। এবার আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছে তরুণ প্রজন্ম। এ প্রসঙ্গে বেলুচিস্তানের নাগরিক ও ফ্রান্স ভিত্তিক এনজিওতে কর্মরত মনির মেসুল বলেন, ‘এখন স্মার্ট ফোনের যুগে আপনি চাইলেই সত্যকে গোপন করতে পারবেন না। বেলুচিস্তানে যেই গণহত্যা ও গুম চালানো হচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, তা চাইলেই আপনি অস্বীকার করতে পারবেন না।’

বেলুচিস্তানের রাজা এইচ এইচ আমির আহমেদ সুলেমান দাউদ বলেন, ‘আমরা বাংলাদেশের প্রশংসা না করে পারছি না। তারা আমাদের এই দেশে আসার অনুমতি দিয়েছে এবং সেমিনার করার ব্যবস্থা করে দিয়েছে। সরকার যদি বলিষ্ঠ পদক্ষেপ না নিত আমরা কখনো এটা করতে পারতাম না। আমার অনুরোধ, বাংলাদেশ যেন পাকিস্তানে চলা এই গণহত্যার বিরোধিতা করে বিশ্ব দরবারে। সকলের কাছে আমার অনুরোধ; নৈতিকভাবে, রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে বা কলম ধরে, যেভাবে সম্ভব আমাদের সাহায্য করুন। ১৯৭০-এর নির্বাচনে আমরা আপনাদের পক্ষে ছিলাম, আপনাদের জাতীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে কাজ করেছি আমরা। এখন আপনাদের দায়িত্ব আমাদের পাশে এসে দাঁড়ানো.

বাংলায় দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সংবাদ। তারিখ: ১৯ ডিসেম্বর ২০১৬

'নতুন প্রজন্মের হাত ধরে এগিয়ে চলছে বেলুচিস্তানের স্বাধীনতার আন্দোলন'
'মুকুটহীন রাজা' বলে খ্যাত 'দ্য খান অব খালত' এইচ এইচ আমির আহমেদ সুলেমান দাউদ
‘নতুন প্রজন্মের হাত ধরে এগিয়ে চলছে বেলুচিস্তানের স্বাধীনতার আন্দোলন’